জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন সংবাদকর্মীরা।
রোববার সকাল থেকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলার প্রেসক্লাবসহ নানা জায়গায় এ কর্মসূচি পালিত হয়েছে। এর আগে বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার তিনদিন পর গত শনিবার দুপুর পৌনে ১টার দিকে বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। পরে শনিবার পঞ্চগড় থেকে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। ওইদিন বিকালে এই মামলায় গ্রেপ্তার নয় জনকে জামালপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠান খবর-
কালকিনি, মাদারীপুর : ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি-বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি মো. গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে ও মূলহোতা ইউপি চেয়ারম্যান মাসুদুর আলম বাবুসহ সকল জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত শরীফ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন, সিনিয়র সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শেখ লিয়াকত হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনি সম্পাদক সৈয়দ শামীম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আবির হাসান পারভেজ, প্রচার সম্পাদক সুমন আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ আবু তাহের খান।
এ সময় বক্তারা বলেন, দ্রুত আইনের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।
নেত্রকোনা : জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। গতকাল রবিবার দুপুর বারোটায় জেলা শহরে মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ১ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সোহান আহমেদ, আনিসুর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোরের আব্দুর রহমানসহ অনেকেই। এ সময় মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
রাণীনগর : একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রবিবার বেলা ১১টায় রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকসহ সুশীল সমাজ ও স্কাউট সদস্যরা অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম ও সাতমাথার রাণীনগর উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, একাত্তর টিভির রাণীনগর উপজেলা সংবাদদাতা ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক, দৈনিক আমাদের সময়ের রাণীনগর উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ, কালবেলার জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, সময়ের আলো ও ঢাকা প্রতিদিনের রাণীনগর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাগর খাঁনসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা- ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কাউখালী, পিরোজপুর : পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নুরুল হুদা বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের কোষাধাক্ষ গাজী আনোয়ার হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ। এ সময় বক্তারা হত্যার দ্রুত বিচার ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
ফুলবাড়িয়া, ময়মনসিংহ : জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। গতকাল রবিবার উপজেলা পরিষদের সামনে মেইন রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রফিক আহমেদ মিঠু, বিডি ভিশন নিউজের ডাঃ আঃ রাজ্জাক, দৈনিক যায়যায় দিনের নূরুল ইসলাম খান, সমকালের কবির উদ্দিন সরকার হারুন, ইত্তেফাকের আবুল কালাম, দৈনিক কালের কন্ঠের আব্দুল হালিম, দৈনিক ভোরের ডাকের গোলাম ফারুক, দৈনিক ভারের কাগজের হাফিজুল ইসলাম স্বপন, প্রতিদিনের সংবাদের হেলাল উদ্দিন উজ্জল,বাংলাদেশ বুলোটিনের আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
রামগঞ্জ : সন্ত্রাসী হামলায় নিহত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের মূল হোতা পরিকল্পনাকারী সাদুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ফাঁসির দাবিতে ১৮ জুন সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রহমত উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোরাব হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, সহসভাপতি হালিম খান লিটন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু ,অর্থ সম্পাদক মোঃ রাজু হোসেন, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, পারভেজ হোসেন, মোঃ শাহ আলম, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সাগর রুনির মত যেনো নাদিমের বিচার বিচার প্রক্রিয়া নিয়ে কোন প্রহসন না হয়। এজন্য অবিলম্বে নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী কিলিং মিশনে অংশ নেওয়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাদুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
মুক্তাগাছা, ময়মনসিংহ : নজামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, হেলাল উদ্দিন নয়ন, শফিক সরকার, ফেরদৌস আলম, মাহবুবুল আলম রতন, বজরং আগরওয়ালা, মুর্শেদ আলম খান লিটন, মাজাহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসাইন, ফরিদুল ইসলাম দুলাল, এম ইউসুফ, রাশিদুল আলম শিমুল, তাজুল ইসলাম, হোসাইন আহাম্মেদ সুলভ, মামুন আল গাইয়ুম, আসাদুজ্জামান তালুকদার, মিজানুর রহমান জুয়েল, কামরুল হুদা আকন্দ বাবলু, ও রিপন সারওয়ার।
কিশোরগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলানিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খাইরুল, জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুর রউফ ভূইয়া, সহ-সভাপতি মামুন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক সিদ্দিকী রকি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক ইমরান হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতাউল হাসান দিনার, পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজন, দৈনিক আমার সংবাদের করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: আব্দুল জলিল, হোসেনপুরের সাংবাদিক আবু সুফিয়ান রাজু, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদি ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি বিপণিবিতানের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ও কোষাধ্যক্ষ আজিজুল সঞ্চয়, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুল, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুটন বনিক, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন।
বান্দরবান : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলার প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন বান্দরবান জেলা ও রোয়াংছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বক্তারা সাংবাদিক নাদিম হত্যা সঙ্গে জড়িতরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, শুধু গ্রেপ্তারের আওতা মধ্য সীমাবদ্ধ না রেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেন এবং সাংবাদিকের নির্যাতন বন্ধ পাশাপাশি এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সব হত্যার বিচার দাবি জানান সমাবেশ থেকে বান্দরবান কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, ৭১ টিভি জেলা প্রতিনিধি জহির রায়হান, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তসহ অনেকে বক্তব্য রাখেন।
ভৈরব, কিশোরগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় শহরের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্জয় মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আয়োজনে, এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু। এছাড়া ও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বাংলা টিভির ভৈরব-কুলিয়াচর প্রতিনিধি, এম আর সোহেল, জি টিভির প্রতিনিধি এম, এ হালিম, বাংলাভিশনের প্রতিনিধি সত্যজিদ দাস ধ্রব, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, মাইটিভি ভৈরব প্রতিনিধি মোঃ শাহনুর প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ। এ সময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত কথিত চেয়ারম্যানসহ সকল আসামিদের দ্রুত বিচারে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ভবিষ্যতে আর যেন সাংবাদিক হত্যার শিকার না হয় বর্তমান সরকারের কাছে আহ্বান জানান সাংবাদিক নেতারা।
নওগাঁ : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানব বন্ধন করেছে সংবাদিকরা। রোববার সকাল ১১টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে মানব বন্ধন করা হয়। এতে অংশ নেয় টেলিভিশন প্রিন্ট অনলাইন পত্রিকার সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন জেলার টেলিভিশন প্রিন্ট অনলাইন যার নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁর সভাপতি মাহবুবুল আলম রানা, ডিএম, ফজলে রাব্বি স্বাধীন মাহমুদুল হাসান চাঁদ, গোলাম রসুল বাবু, বরুণ মজুমদার, রাশেদুজ্জামান সাইফুল ওয়াদুদ প্রমুখ। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা দাবি করেন সাংবাদিকদের হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় সন্ত্রাসী ও দুস্কৃতকারীরা সাহস পাচ্ছে । তারা সাংবাদিকদের শায়েস্তা করতে হত্যার মতো ঘটনা ঘটিয়ে সত্য প্রকাশে ভীতি প্রদর্শন করছে। জেলার প্রায় শতাধিক সাংবাদিক এ মানববন্ধনে অংশ নিয়ে সাগর-রুনিসহ সব শেষ নাদিম হত্যার দ্রত বিচার নিশ্চিত করার আহবান জানান ।
গৌরীপুর (ময়মনসিংহ) : নিউজ টুয়েন্টি ফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকাল ৪টায় গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি ম. নূরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি বেগ ফারুক আহম্মেদ, দৈনিক যায়যায় প্রতিনিধি কমল সরকার, সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি শেখ মোঃ বিপ্লব, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু, সদস্য দৈনিক জনবাণী প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমীন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি শামীম খান, সদস্য জি-নিউজের সিইও ফারুক আহমেদ, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ শাহজাহান কবির, সাংবাদিক দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি সুপক রঞ্জন উকিলসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা, নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি আটককৃতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।