বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে : র‌্যাব মহাপরিচালক ছাত্রশিবিরের মুক্তিযোদ্ধাদের অবমাননা: নিন্দা জানিয়েছে ছাত্রদল পদত্যাগ করলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক রাজধানীর সবচেয়ে দরিদ্র এলাকা কামরাঙ্গীরচর, ধনী এলাকা পল্টন সাইফুজ্জামান শিখরের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তোলপাড় ‘নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি’ স্থবির রেল যোগাযোগ: বৈঠক থেকে সিদ্ধান্ত ছাড়াই বেরিয়ে গেলেন নেতারা ‘তারা আছেন মহাসুখে, খাচ্ছেন, ঘুরছেন, সেলফি তুলছেন’ প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অবশেষে আলাদা ঢাবি অধিভুক্ত সাত কলেজ নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেফতার ১২ জন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২ মার্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা ট্রাম্প কেন ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করতে চান

বগুড়ায় ১০০ টাকা মণেও মিলছে না বেগুনের ক্রেতা

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৩:০২ অপরাহ্ন

‘রোজার আগে প্রতি মণ বেগুন বিক্রি করেছিলাম ২ হাজার টাকা। সেই বেগুন বিক্রি করতে হচ্ছে প্রতি মণ মাত্র ৪০০ টাকা, তাও কেউ কিনছে না।’ – কৃষক নজরুল ইসলাম।

বগুড়ার শাজাহানপুরের খাদাশ পোয়ালগাছা গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে বেগুনের আবাদ করেছিলেন তিনি। শাজাহানপুরের এ এলাকাটি বেগুন চাষের জন্য খুব প্রসিদ্ধ। বাইরের জেলার অনেক পাইকার সরাসরি জমাদারপুকুর থেকে বেগুন ক্রয় করে নিয়ে যান। কিন্তু হঠাৎ করে বেগুনের দরপতন হওয়ায় হতাশ নজরুল ইসলামের মতো অনেক কৃষক।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার এক সপ্তাহ আগেও বেগুনের দাম ভালো ছিল। এখন প্রতি কেজির দাম ১০ টাকা। কিন্তু ঢাকার পাইকাররা কিনতে আসছেন না। বেগুন পাঠাতেও নিষেধ করছেন। হাটে এই দামেও বেগুন কেনার মানুষ পাওয়া যাচ্ছে না।

একই এলাকার আরেক কৃষক আয়নাল হোসেন জানান, এক বিঘা জমিতে বেগুন চাষে ওষুধসহ সব মিলিয়ে খরচ হয় অন্তত ৫০ হাজার। প্রতিবার বেগুন তুলতে শ্রমিককে দিতে হয় ৪০০ টাকা। কিন্তু বাজার এমন হলে জমি থেকে বেগুন তোলাটা বৃথা। এজন্য জমি থেকে বেগুন গাছসহ তুলে ফেলেছেন আয়নাল হোসেন। সেখানে আপাতত বোরো ধান চাষ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সব এলাকায় বেগুনের অস্বাভাবিক দরপতন হয়েছে। অনেক হাটে কৃষকরা বেগুনের দাম না পেয়ে সেখানেই ফেলে রেখে আসছেন। বেগুনের ফলন বেশি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাশাপাশি রমজানের কারণে এ সবজির চাহিদা কমে গেছে বলে জানিয়েছে কৃষক ও ব্যবসায়ীরা।

এদিকে শেরপুরের সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃষক তারিকুল ইসলাম বলেন আমি এই প্রথম ৫ মণ বেগুন তুলেছি। গত শনিবার বেগুনগুলো ৬০ টাকা খরচ করে চান্দাইকোনা পাইকারি বাজারে নিয়ে যাই। সেখানে ১ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। এটা দেখে আমি আর বিক্রি করিনি। এর ১ ঘণ্টা পর ওই দামেও আর বেগুনের ক্রেতা ছিল না। এরপর বাজারেই বেগুন রেখে পালিয়েছি।

মঙ্গলবার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির মোকামে বেগুন বিক্রি হয় প্রতি মণ ১০০ থেকে ৪০০ টাকায়। এছাড়া এদিন শাজাহানপুরের দুবলাগাড়ী হাটে প্রতি মণ বেগুন বিক্রি হয়েছে পাইকারি ৮০ থেকে ১০০ টাকা দরে।

বেগুনের হঠাৎ দরপতন নিয়ে কথা হয় মহাস্থানহাটের কৃষকদের নিয়ে গঠিত গ্রোয়ার্স মার্কেটের পরিচালক আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মঙ্গলবার হাটে বেগুন ১০০ টাকা মণ বিক্রি হয়েছে। সবচেয়ে ভালো মানের বেগুনের দাম ছিল ৪০০ টাকা মণ। শুধু বেগুন নয়, সব সবজির চাহিদা কমে গেছে। মূলত রমজানের কারণে বাজারে সবজির চাহিদা কম। বেগুনের একই পরিস্থিতি। ঢাকা, চট্টগ্রামের পাইকাররাও বেগুন কিনছেন না।

আমিনুল ইসলাম আরও বলেন, আবার এবার বেগুনের ফলন অনেক ভালো হয়েছে। প্রায় সব কৃষকের জমিতেই বেগুন। কিন্তু রমজান মাস হওয়ায় তারা বিক্রি করতে পারছেন না। এজন্য অনেক কৃষক বেগুন নিয়ে ফিরে গেছেন। তবে কিছুদিনের মধ্যে এই পরিস্থিতি বদলে যাবে বলে আশা করছি।

তবে বগুড়া শহরের ফতেহ আলী, কলোনী বাজারের একাধিক খুচরা ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে দেখা যায়, একই বেগুনের দামের ফারাক অনেক। এসব বাজারে খুচরা ব্যবসায়ীরা এই বেগুন বিক্রি করছেন প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, জেলায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়। এর মধ্যে বেগুনও রয়েছে। বগুড়ার প্রায় সব উপজেলায় বেগুনের আবাদ হয়। তবে শাজাহানপুর, কাহালু, সদর, গাবতলী উপজেলার কৃষকরা বেগুনের চাষ বেশি করেন। দাম ভালো থাকায় অনেক কৃষক বেগুন চাষ করেছেন। বেগুনের ফলনও ভালো হয়েছে। দাম এখন কম থাকলেও কিছু দিনের মধ্যে স্বাভাবিক হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর