আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা জাপানের টোকিও কলেজে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন।
টোকিও বিশ্ববিদ্যালয় পরিচালিত টোকিও কলেজটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে যোগ দেওয়ার জন্য জ্যাক মাকে আমন্ত্রণ জানানোর তথ্য নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের সুপরিচিত এই উদ্যোক্তার নিয়োগের মেয়াদ চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে নিয়োগের চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।