বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কি না সজাগ থাকতে হবে : তারেক রহমান গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শাসন ও বিচারবিভাগের সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে : প্রধান উপদেষ্টা দেশকে ৪ প্রদেশে ভাগ ও ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ছিল অমানবিক : হাইকোর্ট ব্রিটেনের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ার রূপরেখা বিএনপির ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান শুধু ধর্মভিত্তিক দল নয় অন্যরাও বিবেচনায়, বাইরে থেকেও প্রার্থীর চিন্তা: নির্বাচনী প্রস্তুতি জামায়াতের, বৃহত্তর জোটের চেষ্টা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে : র‌্যাব মহাপরিচালক ছাত্রশিবিরের মুক্তিযোদ্ধাদের অবমাননা: নিন্দা জানিয়েছে ছাত্রদল পদত্যাগ করলেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক

পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ন

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে এবং এটি দ্রুতই দৃশ্যমান হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ আজ দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা শেষে প্রেস ব্রিফিংকালে একথা বলেন।
ব্যাংকিং খাতে কনফিডেন্সের অভাব ছিল এবং সেই সেক্টরে কনফিডেন্স ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে। এনবিআর অতিসত্ত্বর একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক যোগ্য বাঙালি বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে এতে তাদের কাজে লাগানো হবে।’
তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়। দেশের টাকা যে পাচার হয়েছে, এটা জানতেই ১৬ বছর লেগেছে। এখন আনতে আর ১৬ বছর লাগবে না। অনেক তাড়াতাড়ি হবে। এ ব্যাপারে যারা কাজ করবেন তারা দক্ষ।
সরকারের এক মাসে বাজার ব্যবস্থাপনায় কি পরিবর্তন এসেছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার আলু ও পেঁয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। ফলে বাজারে সাথে সাথেই জিনিষের দাম কমে যাবে না, বাজারে এর প্রতিফলন ঘটতে সময় লাগবে।
‘মিডলম্যান’ ও ‘চাঁদাবাজী’ কমানোর জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, স্থানীয় প্রশাসনকে বলেছি মনিটরিং জোরদার করতে। পণ্যমূল্য কমাতে হবে, যাতে ভোক্তার কষ্ট না হয়। সেজন্য ব্যবসায়ীদের বলেছি বেশি প্রফিট করা যাবে না। তবে বেশি চাপাচাপি করলে ব্যবসা বাধাগ্রস্ত হতে পারে বলেও তিনি আশংকা ব্যক্ত করেন।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন , চলতি অর্থ বছরে সম্ভাব্য রপ্তাণি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অবস্থা মোটামুটি ভালো, ইতিবাচক। আশাকরি এটা হবে।
জিএসপি সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , জিএসপি এর ব্যাপারে আমেরিকা কিছু শর্ত-কোয়ারি দিয়েছে. তার উত্তর দিয়েছি।এমাসেই ওয়াশিংটন যাবো সেখানে তাদের সাথে ফেস টু ফেস কথা হবে। কি কি শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে।
২০২৫ সালের বাণিজ্য মেলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন , জানুয়ারিতেই বাণিজ্য মেলা হবে। শুরুতেই না হলেও কাছাকাছি তারিখেই হবে। এবার মেলায় ইনোভেটিভ দিক থাকবে উল্লেখ করে তিনি বলেন, যারা রপ্তানী করে বা রপ্তানীর সম্ভাবনা আছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করবো। আমরা দেশীয় পণ্যের রপ্তানী উৎসাহিত করবো।
এর আগে বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) এর ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, আইসিসিবি’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর