শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭–এর তথ্যপ্রযুক্তি মন্ত্রীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক প্রবিধান গ্রহণ করার বিষয়ে সম্মত হয়েছেন। গতকাল রোববার জাপানে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এ বিষয়ে একমত হন।
ইউরোপীয় আইন প্রণেতারা চ্যাটজিপিটির মতো উদীয়মান প্রযুক্তিগুলোর ক্ষেত্রে নিয়ম প্রয়োগ করার জন্য একটি ‘এআই আইন’ প্রবর্তন করার জন্য তাড়াহুড়ো করেছেন। এর মধ্যেই জি–৭–এর ডিজিটাল মন্ত্রীরা ঝুঁকিভিত্তিক প্রবিধান প্রণয়নে সম্মতির কথা জানালেন।