তীব্র শীতে কাঁপছে দেশ। এবার শীত পড়েছে রাজধানীতেও। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে ফেলেছে নিম্ন-আয়ের মানুষদের। এই অবস্থায় রাজধানীর ডেমরায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে ডেমরা খলাপাড়া বীর মুক্তিযোদ্ধা জুলহাস হাজীর বাড়ি থেকে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মো. জুলহাস মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, বাংলাদেশ যুব শান্তি সংঘের সভাপতি মো. ইসরাফিল শেখ।
এসময় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে তিনি এ কার্যক্রম শুরু করেছেন। মানুষ মানুষের জন্য। শীতে হতদরিদ্র মানুষ কষ্ট করছে। অল্প সংখ্যক দরিদ্র মানুষের শীত নিরাবরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু করা হলো।