বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস) এর উদ্যোগে জমকালো আয়োজনে দিনব্যাপী চলছে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার ২০২৩।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ ডেন্টাল কনফারেন্স শুরু হয়।
বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স (বিএফডিএস) এর আয়োজনে উক্ত কনফারেন্সে দেশ বিদেশ থেকে প্রায় সহস্রধিক দন্তচিকিৎসক অংশ নেন।
স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, ‘এই কনফারেন্স উপস্থিত সকলের আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়াবে, দেশের অগণিত দন্তরোগী আরো ভালো চিকিৎসা পাবেন।’
এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল, বিশ্ববিদ্যালয়ের ডা. অংগার্ট পুট্টিপিসিৎচেৎ, জাপানের ডা. কাজুহিতো নাসু এবং বাংলাদেশের থেকে অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা. আনোয়ার সাদাত, ডা. সাইদ হারুন, ডা. নিতিশ কৃষ্ণ দাস সহ অনেকে কনফারেন্সে মূল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি ডা. রকিবুল হোসেন রুমী কনফারেন্স সফল করার পিছনে সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশ বিদেশের দন্ত চিকিৎসা বিশেষজ্ঞগনের অংশগ্রহণ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।