নানা আয়োজনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
রোববার (১৭ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট মাজার গেট প্রাঙ্গনে অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা জাহান এর উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আওতাধীন বিভিন্ন ল’ কলেজ/বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়।