বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা তথ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে সরকারের সতর্কতা পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে : মির্জা ফখরুল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান পদার্থে নোবেল পেলেন ৩ গবেষক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে : জিটিওকে প্রধান উপদেষ্টা জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ রাজনৈতিক দলগুলো চাইলেই এক মাসে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়ন সম্ভব : মাহফুজ আলম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : ড. আনিসুজ্জামান চৌধুরী মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও তাঁর কন্যার যোগদান

রেকর্ড ভেঙে পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) সবগুলো মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের শেয়ারদর। এক্সচেঞ্জটির লেনদেনেও গতি বেড়েছে। মাত্র দুই কার্যদিবস আগে গড়া বছরের সর্বোচ্চ টার্নওভারের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে ডিএসইর লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার দিন শেষে যা ছিল ৫ হাজার ৫১৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে উঠেছে। গত কার্যদিবস শেষে যা ছিল ২ হাজার ১৫৭ পয়েন্টে। এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২১ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১ হাজার ২২৮ পয়েন্টে পৌঁছেছে।

রোববার (৩১ আগস্ট) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ২০১টির। বিপরীতে কমেছে ১৪১টির। তবে ৫৬টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

মাত্র দুই কার্যদিবস আগে গত মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হওয়ার মাধ্যমে বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল, যা আজ ভেঙে গেল। গত বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩২ লাখ টাকার সিকিউরিটিজের লেনদেন হয়।

আজ ঢাকার এই পুঁজিবাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ৩৬ কোটি টাকার শেয়ার এদিন হাতবদল হয়েছে। গত বৃহস্পতিবার রেনাটা লিমিটেডের শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছিল, টাকায় যার পরিমাণ ২২ কোটি ৬৫ লাখ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার সবগুলো মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এর মধ্যে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৩২ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার শেষে সূচকটির অবস্থান ছিল ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে। আজ লেনদেনে অংশ নেওয়া ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ৭০টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৪ লাখ টাকার সিকিউরিটিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর