শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র বেগম খালেদা জিয়ার সাথে তিনজন তরুণ উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেয়া হবে : তথ্য উপদেষ্টা সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত গাজা-লেবাননে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধের আহ্বান সৌদি যুবরাজের সরকারের তিন মাস পূর্তি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন আইন উপদেষ্টার সঙ্গে বিদেশের মাটিতে আওয়ামী দুষ্কৃতকারীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আইনজীবীদের প্রতিবাদ চট্টগ্রামে হাছান মাহমুদ ও নওফেলসহ ৬০ জনের নামে মামলা রাজধানীতে মিছিল : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৫৫ নেতাকর্মী কারাগারে আজারবাইজানের উদ্দেশ্যে যাত্রা প্রধান উপদেষ্টার

সেন্ট্রাল ল’ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ল’ কলেজের উপাধ্যক্ষ ব্যারিস্টার সৈয়দ রিদওয়ান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ল’ কলেজের অধ্যক্ষ খন্দকার সামস উদ্দিন মাহমুদ, সঞ্চালনা করেন অধ্যাপক ড. সামস্ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রাল ল’ কলেজের অধ্যাপক সিনিয়র এডভোকেট মো. জাকির হোসেন, অধ্যাপক এডভোকেট মো. আবু হানিফ, অধ্যাপক মো. আজহারুল ইসলাম, প্রভাষক ব্যারিস্টার মাঈশা নূর, প্রভাষক এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।

WhatsApp Image 2023-11-05 at 21.15.44_5bf3d238

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন এবং সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ)। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সেন্ট্রাল ল’ কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে গড়ে উঠার তাগিদ দেন। সেইসাথে নবীন শিক্ষার্থীদের আইন পড়াশোনার পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার আহ্বান করেন। শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি একজন দক্ষ মানব সম্পদ রূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর