সাংবাদিক, শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ম ওয়েজবোর্ড অবিলম্বে গঠনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিএফইউজে – বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় অভিন্ন বেতন কাঠামো প্রদান এবং ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে গণমাধ্যমকর্মীদের দাবি নিয়ে বক্তব্য রাখেন বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউ”র সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ, কর্মচারী ফেডারেশনের নেতা মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, শ্রমিক ফেডারেন নেতা আলমগীর হোসেন,মাসুদুল আহসান, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, নারী সাংবাদিক নেত্রী নাসিমুন আরা হক মিনু, নাসিমা সোমা,উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা প্রমুখ।
সভায় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঢাকায় সমাবেশ আহবান করেন এবং সমাবেশ শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও আগামী ২৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বরিশালে সমাবেশ করার কথা ও জানান তিনি। সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠনিক এ জিহাদুর রহমান জিহাদ।