ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) ‘ওয়ার্ল্ড কাস্টমস অরগ্যানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননায় ভূষিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শুক্রবার (২৬ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান।
অর্থমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ ও কৃষি সচিবসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ বাণিজ্য সুনিশ্চিতকরণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা করা হয়।