নতুন নীতিমালা অনুযায়ী প্রধান তথ্য কর্মকর্তাকে সভাপতি করে সম্প্রতি ১১ সদস্যের ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ গঠন করা হয়েছে। চলতি সপ্তাহেই বৈঠকে বসছে এ কমিটি। খুব শিগগিরই নতুন নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১১ সদস্যের এ কমিটির সদস্য হিসেবে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. মাসুদ খান, জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব, জিটিভির সিনিয়র সাংবাদিক কাজী জেসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ইনডিপেনডেন্ট টিভির যুগ্ম সম্পাদক শামীম আবদুল্লাহ জাহেদী, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক। কমিটির সদস্যসচিব করা হয়েছে পিআইডির সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল)।
তথ্য অধিদফতর সূত্র জানিয়েছে, আগামী বুধবার কমিটির বৈঠক হতে পারে। নতুন কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, অ্যাক্রিডিটেশন কার্ডসংক্রান্ত আপত্তি বা অভিযোগের শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ করতে পারবে।
নতুন নীতিমালা অনুযায়ী দুটি কমিটি গঠন করার বিধান আছে। একটি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি, যারা কার্ড ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আরেকটি অ্যাক্রিডিটেশন আপিল কমিটি। নীতিমালায় কমিটির রূপরেখাও দেওয়া আছে।