বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার উদ্বোধন ১৭ অক্টোবর বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা তথ্য উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে সরকারের সতর্কতা পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে : মির্জা ফখরুল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান পদার্থে নোবেল পেলেন ৩ গবেষক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে : জিটিওকে প্রধান উপদেষ্টা জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ রাজনৈতিক দলগুলো চাইলেই এক মাসে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়ন সম্ভব : মাহফুজ আলম

প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার সবচেয়ে বেশি আন্তরিক : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন

সমাজে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সবচেয়ে বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত প্রতিবন্ধী, অসহায় ও দুস্থদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে গবাদিপশু ও টং দোকান বিতরণকালে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সংবিধানে নাগরিক মৌলিক অধিকার অনুচ্ছেদে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিগণ অপ্রতিবন্ধী ব্যক্তির ন্যায় সমান অধিকার ভোগ করার কথা উল্লেখ রয়েছে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার স্বীকৃত রয়েছে। সরকার প্রতিবন্ধিতা প্রতিরোধকরণ, আগাম নিরোধ ব্যবস্থা, শিক্ষা, জনবল উন্নয়ন, গবেষণা, তথ্য, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্ব-নির্ভর আন্দোলন, তাদের শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, পুনর্বাসন ও কর্মসংস্থান, যাতায়াত সুবিধা, ক্রীড়া ও সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে কাজ করার জন্য নানামুখী ব্যবস্থা গ্রহন করেছে সরকার।

এছাড়াও প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে সহযোগিতা ও বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদানসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করছে। যার ফলে প্রতিবন্ধীরা এখন আর সমাজে বুঝা নয়, তারা এখন নানামুখী কর্মের মাধ্যমে নিজেদের পরিবর্তনের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। তিনি দেশের উন্নয়ন ও কল্যাণের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আসলাম, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর