আজ রোববার থেকে শুরু হয়েছে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল শুনানি। প্রথম দিনে শুনানিতে বিকল্পধারার মাহী বি চৌধুরী, ডলি সায়ন্তিনী, ইউটিউবার হিরো আলমসহ ৫৬ জন প্রার্থি আপিলের সুযোগে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫৬১টি আপিলের পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
এই শুনানিতে আজ রোববার ৫৬ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। প্রথম দিনের আপিল শুনাতিতে ৯৪ জনের মধ্যে ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। এছাড়া ৩২ জন প্রার্থীর নামঞ্জুর আর ৬ জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসি সূত্রে জানা যায়।
অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
মনোনয়ন ফিরে পাওয়াদের মধ্য উল্লেখ যোগ্য প্রার্থীরা হলেন নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন, মুন্সিগঞ্জ-১ মাহি বি চৌধুরী, কিশোর গঞ্জ -৩ নৌকা প্রতীক নাসিরুল ইসলাম খান, পাবনা-২ ডলি সায়ন্তনী, বগুড়া -৪ হিরো আলম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনে ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেব, যশোর-৩ মোঃ মহিদুল ইসলাম, যশোর-৫ মোঃ হাবিবুর রহমান, ঢাকা-৫ মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম-১ মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-০৫ শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ মোঃ বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মোঃ জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহাঃ ফিরোজ আল মামুন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এদিকে ইসির আপিল শুনানিতে মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার মাহী বি চৌধুরী, পাবনা- ২ আসনের ডলি সায়ন্তনী এবং বগুড়া-৪ আসনে হিরো আলমদের প্রার্থিতা ফিরে পাওয়ায় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাদের।
ডলি সায়ন্তনী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এবং হিরো আলম বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে গত শনিবার (৯ ডিসেম্বর)। গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে পাঁচদিনে মোট ৫৬১টি জমা পড়েছে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং পঞ্চম দিন ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।
এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের শেষ হয়েছে আজ। যা আগামীকাল থেকে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।