রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক যুক্তরাষ্ট্র এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে বহিষ্কার করেছে জাতি নতুন করে বিজয় দিবস উদযাপন করবে আজ দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি আশা করি দ্রুত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে : মির্জা ফখরুল শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত শহিদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শহিদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় কর্মসূচি মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহিম ও সম্পাদক সানজিদা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন

দুই যুগেরও বেশি সময় ধরে পথচলা সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য, সেন্ট্রাল ল’ কলেজের সহ-সভাপতি ও ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সানজিদা জাহান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়নে ও বিএনপি-জামাত-শিবিরের প্রেতাত্মা রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।’

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, কাজী মাহিম-কে সভাপতি ও সানজিদা জাহান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

উল্লেখ্য, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের ছাত্র ছিলেন। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে যুক্তিসংগত কথা বলায় ও জোরালোভাবে সমর্থন দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কৃত হন। ওই দিনটিকে বিশেষ তাৎপর্যের সঙ্গে আইন শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ও পরামর্শে পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ের প্রতিরোধ যোদ্ধা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লা ১৯৯১ সালের ২৯শে মার্চ একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ শিক্ষা, শান্তি, শৃংখলা, ন্যায়নীতি শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে আসছে। ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ একমাত্র সংগঠন, যেই সংগঠন সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আন্দোলন করেছিল এবং দীর্ঘ ৬১ বছর পর ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর