শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব : জামায়াত আমির গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, কী আছে আইনে? ‘অনেকেই ভাঙার কাজে ব্যস্ত, গড়ায় কাউকে পাওয়া যায় না’ সালাউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, এনসিপির মঞ্চ ভাঙল বিএনপি জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল নিজ ঘরে মিলল ২ সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ ‘দেশের শীর্ষ দলের নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে’ গোপনে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় যেসব খাবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ৩ নৌকা প্রতীক থাকবে কিনা, জানালেন নির্বাচন কমিশনার নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির কাজ শুরু হচ্ছে সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ আরও ২ মাস বাড়লো ‘চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু’ স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য ঐকমত্য কমিশন কাজ করছে : বদিউল আলম চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : ছাত্রশিবির

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি’র অস্তিত্ব বিলীন হয়ে যাবে : ওবায়দুল কাদের

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:১৮ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হলো পরগাছা। এ পরগাছার অস্তিত্ব রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বাদ পড়েছে, কেন বাদ পড়েছে? শুধু তারা ফাউল করে। তাদের আর রাজনীতির মাঠে খেলার সুযোগ নেই।

ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এক পথ সভায় একথা বলেন। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তারেক রহমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে লন্ডনে বসে, দন্ডিত আসামি তারেক রিমোট কন্ট্রোলে বিএনপি চালায়। তারেক মনে করেছে বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালে অসহযোগ হয়েছে, আজ তারেকের কথায় অসহযোগ হবে। বরং বাংলাদেশের জনগণ তারেকের সঙ্গে অসহযোগিতা করবে, অসহযোগ করে বিএনপি নামক পরগাছাকে হটিয়ে দেবে।

বিএনপির অসহযোগ আন্দোলনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দিবে না, ট্যাক্স দিবে না। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে ঘোড়াও হাসে।

ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, ক্ষমতার মঞ্চে আমরা শেখ হাসিনাকে আবারও চাই। গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। স্বাধীনতা ও উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

নিজ এলাকার উন্নয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই কবিরহাট এক সময় অবহেলিত ছিল এখানে গত ১৫ বছরে বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নের ধারা রক্ষা করতে হলে ৭ তারিখ ফাইনাল খেলায় জিততে হবে।

এ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ আসনের কোম্পানীগঞ্জের বসুর হাট, শান্তির হাট, রংমালা বাজার, বাংলা বাজার, পেশকার হাট, নতুন বাজার টেকের বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর