চীনা নেতা শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসান এবং গাজায় যুদ্ধবিরতির ‘আরো সোচ্চার’ করার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এএফপি ব্রাসিলিয়া থেকে এ খবর জানায়।
তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এক রাষ্ট্রীয় সফরে এলে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর, তার সঙ্গে এক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন। বৈঠকে তাদের প্রস্তাবিত ইউক্রেনে শান্তির জন্য একটি যৌথ রোডম্যাপের উপর জোর দেন। লুলা বলেন, সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সংঘর্ষে জর্জরিত বিশ্বে, চীন এবং ব্রাজিল শান্তির কূটনীতি এবং সংলাপকে শীর্ষে রেখেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি বলেন, তিনি ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আরও কণ্ঠস্বর দেখতে চান এবং গাজায় একটি যুদ্ধবিরতি ও যত শিগগির যুদ্ধের অবসানের আহ্বান জানান।
ইউক্রেনে, শান্তি মধ্যস্থতার জন্য চীন-ব্রাজিল রোডম্যাপ চীনের মিত্র রাশিয়া সমর্থন করেছে, তবে কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা এটি প্রত্যাখ্যান করেছে। গাজায় হামাসের বিরুদ্ধে এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইল হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধের জন্য চীনা প্রেসিডেন্টের আবেদনে রিওতে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে তিনি এবং অন্যান্য জি-২০ নেতার বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। ওই শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতিতে গাজা ও লেবানন উভয় ক্ষেত্রেই একটি বিস্তৃত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।
বুধবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে একটি নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এক প্রস্তাবের উপর একটি ভোট হয়েছে, তবে ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভেটো দিয়েছে।