ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে গোয়েন্দা-রমনা বিভাগে এবং শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক ভুঞাকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে দেওয়া হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি/পদায়ন করা হয়।
বদলি/পদায়ন আদেশে বলা হয়েছে, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে গোয়েন্দা-রমনা বিভাগে পদায়ন করা হলো। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হলো শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক ভুঞাকে।
এদিকে গত বছরের ২২ মে ডিএমপির তৎকালীন লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ওসি করা হয়।