জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের লামডা হলে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর মো. বসির উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পিএমজেএফ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর মো. আব্দুল ওহাব, সম্মানিত অতিথি ছিলেন এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর মোহাম্মদ হানিফ, এমজেএফ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর শংকর কুমার রায় মনা। লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস গার্ডেনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।