ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় AVCB বেইজ (3) Activating In Village Court In Bangladesh এর গ্রাম আদালতের কমিউনিটি শেয়ারিং মিটিং এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সামসু মিয়া। AVCB বেইজ 3 এর উপজেলা সমন্বয়কারী সঞ্জীব বসু’র সঞ্চালনায় গ্রাম আদালতের সুফল ও প্রয়োজনীয়তা কতটুকু এই বিষয়টি নিয়ে বক্তব্য প্রদান করেন শাহবাজপুর ইউপি’র ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সুমন রেজা।
সভায় আরও উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. এলু মিয়া, মো. আরিজ মিয়া, মো. আব্দুল মালেক, মো. কবির আলম। এছাড়াও শাহবাজপুর ইউপি’র সংরক্ষিত মহিলা আসনের সদস্য – মোছা. রুবি আক্তার, মোছা. সাবেরা বেগম ও মোছা. রাহেলা বেগম।
গ্রাম আদালত কমিউনিটি শেয়ারিং মিটিং’এ কিভাবে গ্রাম আদালত গঠন ও কেন গঠন করতে হবে? এর পটভূমি কি? তা নিয়ে মূল আলোচনা করা হয়। উক্ত মিটিং শেষে ভিডিও প্রদর্শনী করার মাধ্যমে উপস্থিত সকলকে গ্রাম আদালতের প্রয়োজনীয়তার বিষয়টি সকলের মাঝে সহজভাবে উপস্থাপন করা হয়।
এ সময় বক্তরা বলেন, গ্রাম আদালত সেবার মাধ্যমে কোন ধরণের ঝামেলা ছাড়াই বিরোধ ও সমস্যার নিস্পত্তি হচ্ছে৷ এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষেরা তাদের আইনি সেবা পাচ্ছেন৷ সে কারণে আইনি সেবা ও সমস্যা সমাধানে গ্রাম আদালতে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের৷
AVCB বেইজ 3 প্রকল্পের গ্রাম আদালত কমিউনিটি শেয়ারিং মিটিং এবং ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত সবাইকে দুপুরের খাবার প্রদান করা হয়।