রাজনৈতিক দলগুলো চাইলেই এক মাসে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ বাস্তবায়ন সম্ভব : মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে আগামী এক মাসের মধ্যে বহু প্রতীক্ষিত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব। তিনি জানান, নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণেই এই গুরুত্বপূর্ণ আইনসহ অন্যান্য কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন নানা বাধার মুখে দীর্ঘদিন ধরে আটকে আছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এই আইন দ্রুতই আলোর মুখ দেখবে।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাবে। তবে, রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা দেখায়, তাহলে আগামী এক মাসের মধ্যেই এর বাস্তবায়ন সম্ভব।