দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে আনন্দ মিছিল করেছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এসময় পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা গণমাধ্যমকে বলেন, “পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে আমরা পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র নাশকতার বিরুদ্ধে সোচ্চার রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে চলেছেন দুর্বার গতিতে। সমৃদ্ধির অগ্রযাত্রার এই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, মেধা ও দক্ষ নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ আর্থসামাজিক সব খাতে বাংলাদেশ অর্জন করেছে বিস্ময়কর অগ্রগতি। আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ অনেক ক্ষেত্রে তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের ছাড়িয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ‘বিস্ময়’ এবং ‘রোল মডেল’ হিসেবে আখ্যায়িত। বাংলাদেশের এ অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ এবং কঠোর পরিশ্রমের ফলে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করতে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সফল সংগঠক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে রাজপথে সবসময় প্রস্তুত আমরা পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তারই ধারাবাহিকতায় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।”
পরে আনন্দ মিছিলটি পল্টন থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবীলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মী রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে।