শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

ঢাকা-৮ আসনে বাহাউদ্দিন নাছিম নৌকা পাওয়ায় পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:১৩ অপরাহ্ন

সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে ঢাকার ৮ আসনে চূড়ান্তভাবে নৌকার প্রার্থীর নাম ঘোষনা করেছে আওয়ামী লীগ। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইনে এ আসনের মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের পর চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় কাটে নেতা-কর্মীদের। বিকেলে দলীয় ঘোষণার অপেক্ষা করতে থাকে নেতাকর্মীরা। অবশেষে ঢাকা ৮ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের নাম ঘোষণার পরপরই তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পল্টন থানার বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ।

এসময় পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আওয়ামী লীগের সকল মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে ২৯৮ সংসদীয় আসনে মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। পরে ২০১৯ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীও ছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর