রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রুবেল নামে এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
তিনি জানান, হাজারীবাগ থানার ছাবিনা ট্যানারী হাড্ডির কারখানা এলাকায় মোটর সাইকেল রেখে ব্যবসায়িক কাজে যান এক ব্যক্তি। কাজ শেষে ফিরে এসে দেখেন দুইজন তার মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাচ্ছে। আশেপাশের লোকজন ও পুলিশের সহায়তায় তাদের একজনকে মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুবেল আগেও হাজারীবাগের ট্যানারি পুকুরপাড় বাগানবাড়ি রোড এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে সেই মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে।
চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। রুবেলের বিরুদ্ধে হাজারীবাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।