দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ব্যতিক্রমধর্মী প্রচার-প্রচারণা চালাচ্ছে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জানা গেছে, গত শনিবার থেকে পল্টনের বিভিন্নস্থানে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া’র নেতৃত্বে মানুষের ঘরে ঘরে নৌকায় ভোট প্রার্থনা করতে ওই ব্যতিক্রমধর্মী প্রচারণা চালায় পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ।
পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতারা বলেন, ‘আমরা পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রনি ভাইয়ের নেতৃত্বে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে মানুষের ঘরে ঘরে জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সালাম ও নতুন বছরের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি,পাশাপাশি আমরা বর্তমান সরকারের উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের পক্ষে নৌকায় ভোট দেয়ার প্রার্থনা করে আসছি।’
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন রনি ভূঁইয়া নয়কন্ঠকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূরে। বাংলাদেশের এ অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ এবং কঠোর পরিশ্রমের ফলে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতেই ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইকে নির্বাচিত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।’