সারা দেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সেন্ট্রাল ল’ কলেজ শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে সেন্ট্রাল ল’ কলেজ শাখার সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হোসাইন-কে আহ্বায়ক করা হয়েছে।
বুধবার দুপুরে এই কমিটি ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে ৯ জনকে। এছাড়া সদস্য করা হয়েছে ২৭জনকে।