ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন পিরোজপুর জেলার আশিকুল ইসলাম কলিন্স।
শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর সুপারিশকৃত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কমিটির অনুমোদন দেন।
কমিটি অনুমোদন দিয়ে এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
সূত্রে জানা যায়, রাজধানীর সেন্ট্রাল ল’ কলেজে অধ্যায়নরত আশিকুল ইসলাম কলিন্স কাউখালী উপজেলার সদরে জন্মগ্রহণ করেন। এর আগে তিনি কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আওয়ামী পরিবার থেকে বেড়ে ওঠা কলিন্স ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নবনির্বাচিত কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক কলিন্স ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু দাদার হাত ধরেই ঢাকায় আমার ছাত্র রাজনীতি শুরু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী কারার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে পারি সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’