মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিগগির তারেক রহমান দেশে আসছেন, জানিয়েছেন মির্জা আব্বাস ড. ইউনূসের কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ দন্ডপ্রাপ্ত সব আসামি হাইকোর্টে খালাস তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ১৯ জানুয়ারি ‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ ভারতের উচিত বাংলাদেশের উদ্বেগ নিরসন করা : তৌহিদ কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সাধারণ সম্পাদক সোহেল সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আনোয়ার ও সাংগঠনিক ইকরাম কয়লা খনি দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ তিনজন এ জগতে প্রকৃতি মানবের কল্যাণে কি অবদান রাখে, তা কি আমরা একবার হৃদয় দিয়ে ভেবে দেখেছি? বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম

বাজারে এলো টেকনো ক্যামন ২০ সিরিজ

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো উন্মোচন করেছে টেকনো ক্যামন ২০ সিরিজ। এই সিরিজে থাকছে দুটি মডেল- ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ক্যামন ২০ প্রো এবং ক্যামন ২০ মোবাইল দুটির দারুণ একটি বৈশিষ্ট্য হলো, দুটি ফোনেই ৬৪ মেগাপিক্সেল আরজিবিডাব্লিউ সেন্সর সমৃদ্ধ নাইট পোট্রেট ক্যামেরা সংযুক্ত। এই সিরিজের সব ফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ক্যামন ২০ প্রো ফোনটি ৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।

অ্যান্ড্রোয়েড ১৩-এর সঙ্গে টেকনোর হাইওএস ১৩ ইউজার ইন্টারফেসের কারণে, ক্যামন ২০ ফোনটি আপনাকে দেবে বিরতিহীন ব্যবহার বান্ধব এক দারুণ অভিজ্ঞতা। আইপি ফিফটিথ্রি রেটিং সমৃদ্ধ এই ফোন আপনাকে সীমিত আকারে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য, দুটি ফোনেই ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামন ২০ ফোনটি পাওয়া যাবে প্রিডন ব্ল্যাক, সেরিনিটি ব্লু (ম্যাজিক স্কিন) ও গ্লেসিয়ার গ্লো কালারের সাথে এবং ক্যামন ২০ টুয়েন্টি প্রো ফোনটি পাওয়া যাবে দুটি – সেরিনিটি ব্লু ও প্রিডন ব্ল্যাক কালারে।

দুটি মডেলের দাম বিবেচনায়- ক্যামন ২০ প্রো’র দাম ভ্যাট ছাড়া ২৪ হাজার ৯৯০ টাকা এবং ক্যামন ২০ দাম ভ্যাট ছাড়া ১৯ হাজার ৯৯০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর