যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিন ইউএসএস ট্রিটন। এই জলযান সমুদ্রের তলায় ভেসে ভেসে বিশ্ব পরিভ্রমণ করেছে। ৬৬ হাজার ৬৭২ কিলোমিটার পাড়ি দিয়েছে মাত্র ৮৫ দিনে। ১৯৬০ সালের এই দিনে সাবমেরিনটি বিশ্ব ভ্রমণের এই অভিযান শেষ করে। অভিযানের নাম ছিল অপারেশন স্যান্ডব্লাস্ট। সাবমেরিনটিতে দুটি পারমাণবিক চুল্লি ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধ চলাকালে মার্কিন প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ছিল সাবমেরিন ইউএসএস ট্রিটন।