মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এই ঘটনায় উক্ত অফিসের একটি টেবিলের উপর রক্ষিত কাগজপত্র, ফাইল পুড়ে গেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার মহম্মদপুরের ডিগ্রি কলেজের পাশে একটি দ্বিতল ভবনে অবস্থিত গ্রামীণ ব্যংকের শাখা আফিসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে একটি জানালা খোলা ছিল, এই জানালার ফাঁক দিয়ে কে বা কারা অফিসের ভিতর আগুন নিক্ষেপ করতে পারে। আগুনে অফিসের একটি টেবিলের উপর রাখা অফিসের কিছু কাগজপত্র ও ফাইল পুড়ে গেছে।
মাগুরার মহস্মদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিউল আলম জানান, আমরা রাত ৩টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অফিসের লোকেরা আগুন নিভিয়ে ফেলেছে। টেবিলের উপর রাখা কিছু কাগজপত্র ও ফাইল পুড়ে গেছে। মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই সময় অফিসের একটি জানালা খোলা ছিল। পুলিশী তদন্ত চলছে।