বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের মধ্যেই এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি এ তথ্য জানান।
এর আগে দুপুর ১টা ১১ মিনিটের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তারেক রহমান। এদিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন। ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হচ্ছেন তারা।
ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তারেক রহমান।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে।