শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক যুক্তরাষ্ট্র এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে বহিষ্কার করেছে জাতি নতুন করে বিজয় দিবস উদযাপন করবে আজ দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি আশা করি দ্রুত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে : মির্জা ফখরুল শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত শহিদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শহিদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় কর্মসূচি মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

আলোচিত ইজিবাইক চালক আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুরাগ থেকে গ্রেফতার

তুরাগ (উত্তরা) প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৫ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়া এলাকায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলামকে (৩৫) রাজধানীর তুরাগথানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানান। গ্রেফতার শফিকুল রংপুরের কোতয়ালী থানাধীন গোকুলপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে।

তিনি জানান, শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর তুরাগ থানাধীন এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলার গঙ্গাচড়া থানার একটি হত্যা মামলার আসামি তিনি। তিনি ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

ইজিবাইক চালক আবুল কালাম আজাদকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব সিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন।তিনি ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ২০১৮ সালের ২৪ আগস্ট শফিকুল ও তার অন্যান্য সহযোগীরা মিলে পূর্বপরিকল্পিতভাবে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে রংপুরের গঙ্গাচড়া থানার খলেয়া নামের এলাকায় যাওয়ার কথা বলে আজাদের ইজিবাইক ভাড়া নেন।

এরপর ওই এলাকায় তাদের পূর্বপরিকল্পিত সুবিধাজনক স্থান একটি ধানক্ষেতের কাছে পৌঁছালে তারা আজাদকে ইজিবাইক থেকে নামিয়ে অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে যান। এরপর সেখানে নিয়ে গিয়ে ছোরা দিয়ে এলোপাথারি কুপিয়ে নৃশংসভাবে আজাদকে হত্যা করেন। ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা। এই ঘটনায় পর মৃত আজাদের মা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলা তদন্তের এক পর্যায়ে পুলিশ আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তিনি এই হত্যাকাণ্ডে জড়িত থাকার এবং ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন।

পরে শফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত শফিকুলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। শফিকুল গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা শাখার সহযোগিতায় ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য সংগ্রহ এবং অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর