এক বছরের বকেয়া বেতন ও দুই ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত ৯২২ জন ভিডিপি সদস্যরা।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান ভুক্তভোগী সদস্যরা।
এ সময় তারা বলেন, দীর্ঘ ১ বছর আমরা নিয়মিত কাজ করে গিয়েছি। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিগত এক বছর সারা বাংলাদেশের ৯২২ জন আনসার ভিডিপি সদস্যদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না, দুই ঈদের কোনো ঈদেই বোনাস দেওয়া হয়নি। বর্তমানে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে।
বগুড়া থেকে আসা ভুক্তভোগী সদস্য হাবিব বলেন, আমরা বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও সঠিক সময়ে প্রাপ্য বেতন ও বোনাস পাইনি। এ ছাড়া, আমরা জেলায় উপজেলায় যোগাযোগ করেও কোনো সুফল পাইনি। দুই ঈদ গেলেও আমাদের সন্তানদের মুখে খাবার দিতে পারিনি।
তিনি আরও বলেন, দিনাজপুরের জেলার প্রান্নাথপুর গ্রামের ভিডিপি সদস্য সত্যেন রায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। সত্যেন রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত ভিডিপি সদস্য হিসেবে আঞ্চলিক পণ্যাগার পরিবার পরিকল্পনা কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। পরিবার পরিকল্পনা উপজেলা এবং পরিবার পরিকল্পনা জেলা অফিসে বেতন ভাতার জন্য বারবার যোগাযোগ করার পরও তার বেতন ভাতা হচ্ছিলো না। এদিকে, পাওনাদারদের ঋণের বোঝা সইতে না পেরে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা পথ বেছে নেন। আমাদের অবস্থা এখন সত্যেন রায়ের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আজকের মানববন্ধন থেকে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি, নইলে আমরা কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানববন্ধনে যেসব দাবি উপস্থাপন করা হয় সেগুলো হলো-
১. ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত সমগ্র বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. ভুক্তভোগী সদস্যদের ন্যায্য অধিকার হিসেবে দু’টি ঈদ বোনাস প্রদান করতে হবে।