‘কৈশোর কালীন স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতেকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরি’ স্লোগানে পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কৈশোর ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকালে জেলা স্কাউট ভবন থেকে নারীপক্ষের অধিকার এখানে-এখনই প্রকল্পের সহযোগিতায় আদর্শ মানবসেবা সংস্থা ও তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম উদ্যোগে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবরের সভাপতিত্বে ও যুব সংগঠক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশীদ খান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, উদ্যমী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক সৈয়দ সালাউদ্দিন বাবু, আব্দুল করিম মৃধা কলেজে শিক্ষক হাফিজুর, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, আশেক আমিন হাওলাদার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামাল হোসেন, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য তাসনীম বিনতে মনির ও জেলা সদস্য জান্নাতুল সহ সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা বলেন, ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম হিসেবে তৈরি করতে হবে। তাদের দক্ষতা জনশক্তি হিসেবে তৈরি পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তা না হকে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। এজন্য তাদের কে সঠিক তথ্য ও পরামর্শ এবং সেবা প্রদান করতে হবে।