শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

যেসব উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন

মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। যা ছাড়া বর্তমানে আমাদের চলেই না। অফিসের কাজ হোক বা নিজের ব্যক্তিগত প্রয়োজন—প্রতিদিন অনেক কিছুই আমরা ফোনে করে থাকি। ঘুম থেকে উঠতে অ্যালার্ম, হাঁটার সময় ফিটনেস ট্র্যাকিং, নোট নেওয়া—সব কিছুতেই মোবাইল ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ কারণে ফোনটা ভালোভাবে যত্নে রাখা জরুরি। তবে মোবাইল ফোনের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বা ব্যাটারির কর্মক্ষমতা কমে যাওয়া। অনেকেই ফোন সবসময় শতভাগ চার্জ দিয়ে রাখেন, আবার কেউ কেউ বলেন, এটা ফোনের জন্য ক্ষতিকর।
সম্প্রতি এ নিয়ে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জেনে নেওয়া যাক ফোনের ব্যাটারি ঠিকঠাক রাখতে কী কী বিষয় খেয়াল রাখা দরকার-
১. ফোন ২০ শতাংশে চার্জে নামার আগে চার্জে না দেওয়া
সাধারণ স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারিগুলোর আয়ু বাড়ানোর জন্য একটা ‘চার্জ সাইকেল’ মেনে চলা উচিত। চেষ্টা করুন ফোনের চার্জ ২০ শতাংশে নামলে তবেই চার্জ দিতে, আর চার্জ ৮০ শতাংশ হয়ে গেলে তা খুলে ফেলতে হবে। এই নিয়ম মেনে চললে ব্যাটারির আয়ু বাড়ে।
২. ধীরে চার্জ হওয়া
চার্জ যদি ধীরে হয়, সেটি ব্যাটারির জন্য ভালো। তবে ব্যস্ত সময়ে দ্রুত চার্জ দরকার হলে ফাস্ট চার্জার ব্যবহার করাই যায়। মাঝেমধ্যে ফাস্ট চার্জ ব্যবহার করা কোনো সমস্যা নয়, তবে সবসময় এটা ব্যবহার করাটা ঠিক নয়।
৩. চার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনপ্লাগড করা
অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে রাখেন এবং সেটা সারা রাত প্লাগে সংযুক্তই থাকে। এতে ফোনের চার্জ ১০০% হলেও বিদ্যুৎ সংযোগ চালু থাকে। এই অভ্যাস ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। অফিসে, বাড়িতে বা চলার পথে সবসময় ফোন চার্জে রেখে দেওয়াও ভালো না।
৪. একেবারে শূন্য চার্জে যাওয়া ঠিক নয়
ভিডিও দেখা, গেম খেলা বা অন্য কোনো কাজে ফোন ব্যবহার করতে করতে কখনো কখনো ব্যাটারির চার্জ একেবারে শূন্য হয়ে যায়। এটা নিয়মিত হলে ব্যাটারির ওপরে চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব এই অভ্যাস এড়িয়ে চলুন।
৫. ফোন গরম হলে বিপদ
ফোন খুব গরম হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হয়। বিশেষ করে যদি ফোনের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) বেশি হয়, তাহলে সেটা ব্যাটারির জন্য বিপজ্জনক। ঠান্ডা আবহাওয়ায় সমস্যা হয় না, তবে খুব বেশি ঠান্ডা—যেমন বরফ জমার মতো আবহাওয়া—তাও ফোনের জন্য ঠিক না।
৬. ব্যাটারি নষ্ট হলেই নতুন ফোন নয়
অনেকেই ভাবেন, ব্যাটারি দ্রুত শেষ হলে বা ঠিকমতো চার্জ না রাখলে নতুন ফোন কেনাই একমাত্র উপায়। আসলে তা নয়। ফোনের ব্যাটারি নষ্ট হলে চাইলে আলাদা করে ব্যাটারি বদলে নেওয়া যায়। ভালো সার্ভিস সেন্টার বা ফোন কোম্পানির নিজস্ব দোকান থেকে নতুন ব্যাটারি নিয়ে নিলেই হয়।
ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। এটা অনেকটা আমাদের জীবনের সঙ্গী। তাই ফোনকে ভালো রাখতে হলে, বিশেষ করে ব্যাটারিকে সুস্থ রাখতে কিছু সচেতনতা খুবই দরকার। অভ্যাসগুলো একটু বদলালেই ফোন দীর্ঘদিন ভালো সার্ভিস দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর