প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জানিয়েছেন, তিনি তার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ভিত্তিতে বিচার বিভাগের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। তবে, প্রয়োজন অনুযায়ী কিছু পরিমার্জন এবং পরিবর্তন আনা হবে। তিনি মামলার জট কমানো, বিচারক, আইনজীবী এবং ন্যায়বিচারের জন্য আগ্রহী ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল অফিস এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে এক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, তিনি বিচার বিভাগের সব দিক থেকে উন্নতি সাধনের জন্য একাধিক পদক্ষেপ নিতে চান এবং বিশেষ করে জেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি করার বিষয়ে।
তিনি আরও বলেন, ‘আমাদের সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হবে, যাতে মামলা জট কমিয়ে এবং সকল বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
এছাড়া তিনি বিচার বিভাগের সুষ্ঠু কার্যক্রম এবং ভবিষ্যতে দেশকে আরও সমৃদ্ধিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে, গত ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান নির্বাচন কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।