কাজী জাকিয়া সুলতানা ইতি
আমার আমিতে,
আমি নিঃসঙ্গ নই,
সবগুলো সত্তার সাথে
তুমুল আড্ডায় মুখরিত হয়
আমার প্রতিটি বিকেল।
আমি ব্যথিত নই,
বুকে লুকানো আর্তনাদ আমি
অবলীলায় চাপা দিতে পারি
অট্টহাসির নিচে।
আমি নিশ্চুপ নই,
নিদারুণ নিঃস্তব্ধতার শব্দ দিয়ে
আমিও গাঁথতে পারি
কল্পনার কথা মালা।
আমি স্বপ্নহীন নই,
মিথ্যে মায়া মিহিন সুতায়
আমিও স্বপ্ন বুনতে
শিখে গেছি,
আমি ক্লান্ত নই
রোজ একটু একটু করে
সঞ্চার করি শক্তি
আমি হতাস নই
আমি হতাসার সুরের মাঝ
থেকে কুড়িয়ে নেই
আশার বানী
আমার আমিতে
আমিই আমার
না কারো মতো,
না কারো অনুসরনকারী।