শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রত্যাহার সূরা ফাতিহায় দোয়া করার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে জামিন পেলেন মাহমুদুর রহমান হজ ও ওমরাহ সেবা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার নিয়মে পরিবর্তন রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেছেন: দেবপ্রিয় ভট্টাচার্য দক্ষিণ আমেরিকায় বিরল ‘অগ্নিবলয়’ তৈরি করবে সূর্যগ্রহণ ডিগ্রি ৩য় বর্ষের কর্মসূচির সাথে সেশনজট মুক্তহতে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের একাত্বতা সেশনজট নিরসনে অটোপ্রমোশনের দাবিতে রোববার ডিগ্রি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি গত ১৫ বছরের সব গুমের অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার গণমাধ্যম নিয়ে আগামী সপ্তাহে কমিশন ঘোষণা হবে : নাহিদ ইসলাম জুলাই বিপ্লব নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি ৬ বছরেও শেষ হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অটোপাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ইউনূস বন্যা পরবর্তী পুনর্বাসন দ্রুত সম্পন্ন করার কাজ চলছে : নাহিদ ইসলাম
বিজ্ঞপ্তি
সংবাদদাতা আবশ্যক : ঝালকাঠি, পিরোজপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গা, যশোর জেলা প্রতিনিধি আবশ্যক। দেশের সকল উপজেলা ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদদাতা আবশ্যক। আগ্রহীরা DailyNayaKantha@gmail.com ই-মেইল ঠিকানায় আবেদন করুন।    সংবাদদাতা আবশ্যক : ঝালকাঠি, পিরোজপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গা, যশোর জেলা প্রতিনিধি আবশ্যক। আগ্রহীরা DailyNayaKantha@gmail.com ই-মেইল ঠিকানায় আবেদন করুন।    সংবাদদাতা আবশ্যক : ঝালকাঠি, পিরোজপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গা, যশোর জেলা প্রতিনিধি আবশ্যক। দেশের সকল উপজেলা ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদদাতা আবশ্যক। আগ্রহীরা NayaKantha24@gmail.com ই-মেইল ঠিকানায় আবেদন করুন। 

গুলিস্তানে হোটেলগুলোতে দুই ঘণ্টায় শেষ খাবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৩:৫৯ পূর্বাহ্ন

দেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ঘিরে দুই দিন ধরে সরগরম বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকা। সেখানের আশপাশের খাবার হোটেলগুলো বেলা ১টার পর থেকেই ভাতশূন্য হয়ে পড়ে।

গত কয়েকদিন ধরেই এ অবস্থা দেখা যাচ্ছে। হোটেলগুলোতে খাবার সংকটের জন্য দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্লোগান মিছিলে মুখরিত বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকা। সকাল থেকেই গুলিস্তান এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে রয়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের উপচেপড়া ভিড়।

দেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আসছেন সেখানে। তাদের সঙ্গে দলে দলে যোগ দিচ্ছেন হাজারো সমর্থক।

ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মো. রফিক নয়াকণ্ঠকে বলেন, ‘আমরা কয়েক হাজার লোক সকালে আইছি আওয়ামী লীগ পার্টি অফিসে। ড. আবুল হোসেন দিপু ভাই আজকে মনোনয়ন ফরম নেবেন। তার সঙ্গে আইছি। সকাল সাড়ে ১০টায় এইখানে আইসাও নাস্তা করতে পারি নাই। অনেক ভিড় ঠেইল্লা হোটেলে গিয়া দেহি খাওন নাই।’

কুমিল্লা থেকে এসেছেন উজ্জ্বল মিয়া। তিনি নয়াকণ্ঠকে বলেন, ‘সকাল ১০টায় গুলিস্তান আইছি। পার্টি অফিসে ভিড় ঠেইলা ১টার দিকে ঢুকতে পারছি। মানুষের ঠেলাঠেলি আর গরমে অতিষ্ঠ হয়ে পড়ছি। খাবার পানিও পাচ্ছি না। দুপুর হইয়া গেছে। তয় মনে হয় না এই ভিড় ঠেইলা খাবার হোটেলের কাছে যেতে পারমু।’

গোপালগঞ্জ থেকে এসেছেন মো. দেলোয়ার হোসেন। তিনি নয়াকণ্ঠকে বলেন, ‘জীবনে এমন ভিড় আর দেহি নাই। পার্টি অফিসে ঢোকার পর অহন থাকতেও পারতেছি না, বের হইতেও পারছি না।’

এদিকে মানুষের প্রচণ্ড ভিড়ে দলীয় কার্যালয়ের আশপাশের দোকানগুলো বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে খাবার পানির সংকট দেখা দিয়েছে।

রাজবাড়ী থেকে দুপুরে এসেছেন মাহফুজা খাতুন মলি। তিনি নয়াকণ্ঠকে বলেন, ‘আমাদের আসতে পথে কোনো সমস্যা হয় নাই। দেশে হরতাল-অবরোধের কোনো প্রভাব পড়েনি। তবে আওয়ামী লীগ পার্টি অফিসে অনেক ভিড়। আশপাশের দোকানগুলো বন্ধ। বাইরে কিছু খাবার হোটেল আর দোকান থাকলেও ভিড় ঠেলে যাওয়াটা অনেক কষ্টের।’

দুপুর ১২টার দিকে গুলিস্তান ও আশপাশের এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, প্রতিটি খাবার হোটেলগুলোতে উপচেপড়া ভিড়। বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন। খাবারের লাইন অনেক স্থানে রাস্তায় গিয়ে পড়েছে।

মিরপুর থেকে এসেছেন মো. পলাশ ও জুলহাশ দুই ভাই। পলাশ নয়াকণ্ঠকে বলেন, ‘আমরা মিরপুর থেকে মিছিল লইয়া হাইটা আইছি। এহানে আইহা অনেক ক্লান্ত হইয়া পড়ছি। ক্ষুধায় পেট জ্বলতাছে। কোনো দোকানে খাওন নাই। আপাতত পানি খাইয়া আছি।’

প্রতিদিন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বিপরীত পাশের গলিতে প্রায় ১০টি খাবার হোটেলে সকাল থেকে রাত পর্যন্ত ভাতসহ অন্যান্য খাবার পাওয়া যায়। তবে সোমবার দুপুর ১টার পর থেকে সেখানকার হোটেলগুলোতে কোনো খাবারই পাওয়া যাচ্ছে না।’

কয়েকটি হোটেল ম্যানেজারদের সঙ্গে কথা হয়।

মুকুল নামে এক হোটেল ম্যানেজার বলেন, ‘সারা দেশ থেইকা মানুষ আইতাছে। মানুষের এত চাপ থাকায় আমাগো রান্না করা খাবার ১টার মধ্যেই শেষ হইয়া গেছে। অনেকেই খাওন না পাইয়া চইলা গেছে।’

আলামীন নামে আরেক হোটেল ম্যানেজার নয়াকণ্ঠকে বলেন, ‘আমরা আগে দৈনিক তিনশ মানুষের খাবার রান্না করতাম। গত পরশু দিন ৬০০ লোকের রান্না করছি। গতকাল ১২০০ লোকের রান্না করছি। আইজকা দুই হাজার লোকের রান্না করার পরও ১টার মধ্যেই সব খাওন শেষ হইয়া গেছে। অনেকেই খাওন না পাইয়া মন খারাপ কইরা চইলা গেছে।’

এদিকে গুলিস্তান ও আশপাশের এলাকার আবাসিক হোটেলগুলোতে থাকার জায়গার সংকট দেখা দিয়েছে।

বিভিন্ন জেলা থেকে আগত মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তাদের হাজারো সমর্থক দলীয় কার্যালয়ে আসছেন। এসে অনেকেই আবার বাড়ি ফিরতে পারছেন না। তাই তাদের ঢাকাতেই থাকতে হচ্ছে। তবে ঢাকায় স্বজন না থাকায় বিপাকে পড়তে হচ্ছে অনেককেই। আবাসিক হোটেলগুলোতে রুম খালি পাওয়া যাচ্ছে না। দুই একটা রুম পাওয়া গেলেও ভাড়া চাওয়া হচ্ছে অনেক বেশি।

পিরোজপুর থেকে এসেছেন মোজাম্মেল হোসেন। তিনি নয়াকণ্ঠকে বলেন, ‘ভোরে আমরা একসঙ্গে সাত বন্ধু আইছি। বিকালে আমাগো নেতায় মনোনয়ন কিনবো। আইজকা আর দেশে (গ্রামে) যাওয়া হইবো না। কয়েকটা হোটেলে গেলাম, তয় হেইয়ানে রুম খালি নাই। ফকিরাপুল হোটেলে রুম পাইছি। তয় ভাড়া চায় অনেক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর