শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় কর্মসূচি মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর অনকোলজি প্রতিনিধি দলের বৈঠক কারো নির্দেশে আমরা কোনো হত্যা বা জোরপূর্বক গুমে জড়িত হব না : র‌্যাব ডিজি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ইনু দুদকের চেয়ারম্যান হলেন আবদুল মোমেন বাংলাদেশের বিরুদ্ধে কিছু দেশ থেকে পরিচালিত মিথ্যা প্রচারণা প্রতিরোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান : পুলিশ সদর দফতর দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ সিরিয়ায় আসাদ যুগের অবসান শিগগির তারেক রহমান দেশে আসছেন, জানিয়েছেন মির্জা আব্বাস

প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে ‘রাজকুমার’, তৈরি করবে নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন

গেল বছর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক মাইলফলকের সৃষ্টি করে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। হিমেল আশরাফের পরিচালনা ও আরশাদ আদনানের প্রযোজনায় একের পর এক রেকর্ড ভেঙেছিল ছবিটি।

‘প্রিয়তমা’য় সাফল্যের পর এই জুটি আরও একবার শাকিব খানকে নিয়ে শুরু করেন নতুন সিনেমার নির্মাণ। যার নাম ‘রাজকুমার’। গত বছরের ১২ ডিসেম্বর সকালে ঢাকায় শুরু হয় প্রথমদিনের শুটিং। এরপর ধাপে ধাপে পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় গিয়ে শেষ হয় সিনেমার নির্মাণ। বর্তমানে চলছে শেষ ধাপের কাজ।

এরই মধ্যে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ জানালেন, ‘রাজকুমার’ সিনেমা প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। বাংলা চলচ্চিত্রে তৈরি করবে নতুন এক ইতিহাস।

হিমেল তার স্ট্যাটাসে লিখেছেন, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবন, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে, রাজকুমার শুটিং এর পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে। এমন লোকেশনে, এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে। যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিমতো ছিলই।

এই পরিচালক আরও বলেন, বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম এলোন, জন উইক ২, স্পাইডার ম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়। একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইর আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফিকে আমরা নিউইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খল নায়ক ও ফাইটারদের।

রাজকুমার সিনেমার গান প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে হিমেল বলেন, প্রিন্স মাহমুদ, আকাশ, আর্জিন, সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এবারো একটি প্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের। আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ডোবাবে, ভাবাবে…।

প্রিয়তমা খ্যাত এই নির্মাতা বলেন, গান, লোকেশন, অভিনেতা অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের।

সবশেষ শাকিব খান ও আরশাদ আদনানকে ধন্যবাদ জানিয়ে হিমেল আশরাফ বলেন, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য। ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান ও রাজকুমার টিমের সকলকে, যাদের ইচ্ছায়, চেষ্টায়, পরিশ্রমে আমরা এমন একটা সিনেমা বানাতে পারছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে।

‘রাজকুমার’ সিনেমা ‘প্রিয়তমা’কেও ছাড়িয়ে যাবে উল্লেখ করে এই পরিচালক বলেন,  প্রিয়তমা সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম প্রিয়তমা আসছে, ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূর যাবে…। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে।

প্রসঙ্গত, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর