‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’।
বুধবার (২১ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় মিনারে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেলিমুর রহমান (সেলিম) এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা (মশিউর) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুপ্রমি কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মো. আব্দুর রহিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়/কলেজ, বিভিন্ন ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে অংশনেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ডেমরা ল’ কলেজের সভাপতি মায়মুনা খাতুন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম), বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সানজিদা জাহান, যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম-আহবায়ক শাহনাজ আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম আরেফিন মামুন, পল্টন থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক হাসান সরকার, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম আইন কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম রাফি প্রমুখ।