আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা দ্বাদশ জাতীয় সংসদে হুইপ মনোনীত হওয়ায় লোহাগড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়পুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে লোহাগড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সামনের বটতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, কাশিপুর ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম রাশেদ হাসান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।