পাবনায় ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে রবিবার (১ অক্টোবর) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং লুৎফুন নাহার শারমীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অংশ গ্রহণ করেন-বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, প্রেস ক্লাবের কল্যাণ সম্পাদক ও বাসস’র পাবনা জেলা সংবাদদাতা রফিকুল ইসলাম সুইট, সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগি অধ্যাপক ফরিদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান শাসুননাহার রেখা, কালচারাল অফিসার মারুপা মঞ্জুরী খান প্রমুখ।
প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল । ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন শেখ রাসেল।