শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে) শেষ বিদায় জানালেন সংগঠনের সদস্য, সিনিয়র সাংবাদিক ও লেখক লায়েকুজ্জামানকে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে মরহুমের জানাজা শেষে ডিইউজের নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক এসএম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ,কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন সহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।