বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে : সালাহউদ্দিন আহমদ অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল: প্রেস সচিব নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় ৫ আগস্ট দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ যুদ্ধে ইরানের বিজয় ঘোষণা করেছেন খামেনি অপরাধী যত বড়ই হোক, ‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী ‘মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা’ ‘এখন আর যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই’ ইরানের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম ইরান ও ইসরাইলের মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা আজ থেকে চালু হচ্ছে গুগল পে, থাকছে যেসব সুবিধা ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরায়েল’, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দূত

কোনো দলকে প্রতিষ্ঠিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় : রিজভী

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করা নয়, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত নিরপেক্ষতা। যদি এই সরকার কোনো নির্দিষ্ট দলকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে জনগণ কখনো তা মেনে নেবে না।

রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, “কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছে। তারা চলমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করার চেষ্টা করছে। এ ধরনের উপদেষ্টারা অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা অবশ্যই প্রতিবাদ করবো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।”

বর্তমান সরকার পরিচালনার বিষয়ে তিনি বলেন, “সরকার নানা রকম বিভাজন তৈরি করছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদের বিতর্কিত ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিএনপিকে দমন করতে আরও মরিয়া হয়ে উঠবে।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে রিজভী বলেন, “নজরুলের সাহিত্য, গান ও চিন্তাধারা যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়েছে। বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম ও জুলাই অভ্যুত্থানে নজরুলের সৃষ্টি আমাদের অনুপ্রাণিত করেছে। শৃঙ্খলমুক্তির তাগিদ এবং জীবনের প্রতিটি স্তরে সাহস ও অঙ্গীকারবোধে তিনি আজও আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর