শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

জান্নাতুল নাঈমের তিনটি প্রেমের কবিতা

সাহিত্য ডেস্ক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

আমি তোমার নিজস্ব লেখক

তুমি পুরো পৃথিবীর কবি
আমি তোমার নিজস্ব কবি
আমার সব গোপনীয়তায় তোমার প্রকাশ করেছি
গোপনীয় কান্নায় গভীরতায় তোমায় লিখেছি
যে কবিতার মর্ম তুমি একাই বোঝো।

তুমি পুরো পৃথিবীর গল্পকার
আমি তোমার নিজস্ব গল্পকার
কাহিনির প্রতিটি সংলাপে তোমার কথা লিখি
গভীর ব্যথায় তোমায় নিয়ে লিখেছি
যেই গল্পের প্রেক্ষাপট কেবলই তুমি জানো।

তুমি পুরো পৃথিবীর গবেষক
আমি তোমার নিজস্ব গোপনীয় গবেষক
আমি পুরো তোমাকে পর্যবেক্ষণ করি
তারপর নিজস্ব প্রতিবেদনে কেবলই তোমায় লিখি
সেই প্রতিবেদন তুমি গোপনে জমাও।

তুমি পুরো পৃথিবীর লেখক
আমি কেবলই তোমার নিজস্ব লেখক।

****

জেনে রেখো

যতদূরে যাও জেনে রেখো
তোমার ছায়া আজও আমি রোদ্দুরে দেখি
ঝলসানো হৃদয়ে তোমার শরীর দেখি
ভালোবাসায় এত রোদ্দুর জানলে,
আমি তোমার প্রেমে পড়তাম না।

যতদূরে থাকো ভেবে নিয়ো
তোমার মায়া আমার মস্ত বুকে আসন পেতেছে
আমি সন্তর্পনে কতবার সরিয়েছি
এমন করে গোপনে দুঃখ দেবে জানলে,
ভালোবাসি তোমায় জানাতাম না।

****

শুধু তোমার জন্যই

তুমি শুধু জানো আমি ভীষণভাবে আহত
শুধু তোমার জন্যই—
আমার মাথার ওপরে মস্ত আকাশ
জানো তো সেখানে মেঘের বাড়ি হয়েছে
বুকের ভেতর রক্তে রঞ্জিত ভালোবাসার ফুল ফুটেছে
চোখের জলে একটা জলে ভাসা প্রেম পদ্ম পুকুর হয়েছে
অন্ধকারে রোজ আমি ভুল পথে হাঁটি
শুধু তোমার জন্য—
শুধু তোমার জন্য আলোর মাঝেও আঁধার দেখি।

তুমি শুধু জানো আমি তো তোমার জন্য ব্যাকুল
শুধু তোমার জন্য—
আমার পায়ের নিচে বিশাল পৃথিবী
হাজার হাজার মানুষ পৃথিবীজুড়ে আছে
অথচ আমার কেবলই তোমাকে ভালো লাগে
তোমাকে গভীরভাবে চাইতে গিয়ে,
তোমার প্রত্যাখানে চির দুঃখী হয়ে গেলাম
শুধু তোমার জন্য—
এত বড় পৃথিবীতে আমি একা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর