আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি এককভাবে লড়বে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ’আওয়ামী লীগের সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল। তাদের কার্যক্রম অনুসরণ করার মতো।’
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল গোলাপগঞ্জ উপজেলা। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
এর আগে গোলাপগঞ্জ পৌর শহরে শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের এক র্যালি হয়। র্যালিটি পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান সভাপতিত্ব করেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম প্রমুখ।
সিলেট-৬ আসন থেকে তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন বলেন, ‘আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়েছি। আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি। কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। রাস্তায় কাজ করলে ঠিকাদাররা লুটপাট করে। মানুষ কথা বলতে পারে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’
তিনি আরও বলেন, ’আগামী ৭ জানুয়ারি সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এবং জনগণ প্রতীক দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দেবে।’
এর আগে সোমবার রাতে উপজেলার দারানহর (একমলি) বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন তৃণমূল বিএনপির শীর্ষ এই নেতা। সেখানে স্থানীয় লোকজন ছাড়াও তৃণমূল বিএনপির উপজেলার আহ্বায়ক ছানা মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা। দলটিতে সম্প্রতি যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বীরবিক্রম।