মুন্সিগঞ্জে বালিগাঁও বাজারে শুরু হয়েছে রথযাত্রা। রথের রশিতে টান দিলেই হবে পূণ্যলাভ এবং মঙ্গল। জগন্নাথের কৃপা, এবং মঙ্গলের জন্যই রশিতে টান দিতে হবে এই বিশ্বাস হিন্দু ধর্মের লোকজনের চিরকালীন।
রথযাত্রায় জগন্নাথদেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না।
পূণ্যলাভ ও পুনর্জন্মের কষ্ট থেকে বাচঁতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারে বিকালে হিন্দু নারী-পুরুষ সকলেই মন্দির থেকে রথ টানা শুরু করে। হরে কৃষ্ণ নামহট্ট এর উদ্যোগে এবং রথটির যাত্রার বিশেষ দায়িত্ব পালন করেন সজীব মন্ডল। তার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় রথ টানার আয়োজনে হাজারও হিন্দু ধর্মের নারী পুরুষ শিশু বৃদ্ধ এতে অংশ নেয়।