শিল্পকলা একাডেমির চিত্রশালায় চলছে নারীদের ভ্রমণ সংগঠন ‘Travelettes of Bangladesh’ এর Travel Fest & Photography Exhibition 2023। সংগঠনের পথচলার ৭ বছর পূর্তি উপলক্ষে গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীর সমাপ্তি হবে আগামী ৭ আগস্ট।
এ চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের অসাধারণ সৌন্দর্য ও ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ এবং সম্মান জানাতে তাঁর জীবন ও কর্মের ওপর বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এ ছাড়াও প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।
ভ্রমণ কন্যা সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক জানান, বাংলাদেশের সর্বপ্রথম জনপ্রিয় নারী ভ্রমণ সংগঠন এটি। এই সংগঠনের উদ্দেশ্য বাংলাদেশের মেয়েদের ভ্রমণে উৎসাহিত করে নতুন দিগন্তের উন্মোচন করা। নারীদের জন্য ভ্রমণের জন্য নিরাপদ ভ্রমনের ক্ষেত্র তৈরি কারা উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭ নভেম্বর এ সংগঠনের যাত্রা শুরু হয়। ‘Empower Women Through Travelling` এ প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা ভ্রমণকন্যা আজ প্রায় ৮৫ হাজার নারীর পরিবার। ভ্রমণকন্যা মেয়েদের ব্রমণের জন্য যেমন নতুন পথ তৈরি করেছে, ঠিক তেমনিই সাহসী নারীদের ভ্রমনের গল্পগুলোও তুলে এনে পৌঁছে দিচ্ছে সকলের কাছে।
৭ আগস্ট এ চিত্র প্রদর্শনীর সমাপনী দিবসের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে ভ্রমণকন্য ম্যাগাজিনের ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে।