বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিকের সব বই পৌঁছাবে: এনসিটিবি অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী ‘রোডম্যাপ অনুসারে বিচার বিভাগকে এগিয়ে নেওয়া হবে’ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বললেন, ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট মাদুরো বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ দেশে ভ্যাট নিবন্ধনের আওতায় পৌনে ৮ লাখ প্রতিষ্ঠান দেশের প্রধানমন্ত্রী হয়েও নিজেই আতিথেয়তা করেন খালেদা জিয়া : হামিন আহমেদ প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে তারেক রহমানের ধন্যবাদ মেডিকেল ও ডেন্টালে ভর্তির নতুন সময়সূচি ঘোষণা শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ‘আজই এনআইডি পাবেন তারেক রহমান’

সিলেট-৫ আসনে নির্বাচনে সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশ রয়েছে : আসাদ উদ্দিন আহমদ

জকিগঞ্জ সংবাদদাতা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১:৫১ পূর্বাহ্ন

সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছোট ভাই ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ।

বুধবার (৩ জানুয়ারী) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে তিনি জরুরি সংবাদ সম্মেলন করে মাসুক উদ্দিন আহমদের পক্ষে নির্বাচনী এলাকার পরিবেশ ও বর্তমান চিত্র তুলে ধরেন।

আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেট-৫ আসনে নির্বাচনের অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশ রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগও মানুষকে ভোট দিতে উৎসাহিত করছে। কিন্তু একটি কুচক্রি মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। তারা সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদের কাছ থেকে কৌশলে একটি আবেদনে স্বাক্ষর নিয়ে নেয়। ওই আবেদনে একটি সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। নির্বাচনী ব্যস্ততার সুযোগে কুচক্রি মহল এই কাজটি করেছে। যখনই বিষয়টি মাসুক উদ্দিন বুঝতে পেরেছেন তখন তিনি সাথে সাথে জেলা রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে মৌখিকভাবে আবেদনটি প্রত্যাহার করেন। আর আজ (গতকাল বুধবার) সকালে তিনি লিখিতভাবে আবেদনটি প্রত্যাহার করেন।

আসাদ উদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে কালো টাকার মালিকরা অংশ নেন। তারা জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিলের চেষ্টা করেন। ওই চক্রটি মাসুক উদ্দিন আহমদকে ফাঁদে ফেলে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালিয়েছে।

আসাদ উদ্দিন আরও বলেন, সিলেটসহ সারাদেশে- বিশেষ করে সিলেট-৫ আসনে নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। আগামী ৭ জানুয়ারি নির্বিঘেœ মানুষ গিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে সরকারি বিভিন্ন সংস্থা অবিরাম মাঠে কাজ করছে। আমরা নির্বাচনী পরিবেশ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। আমাদের এলাকার ভোটার কিংবা সাধারণ জনগণের মাঝে কোনো ধরণের ভয়-ভীতি কাজ করছে না। ৭ জানুয়ারি ভোট দিতে মানুষজন মুখিয়ে আছে।

কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভোটে অংশগ্রহণ করতে মানুষজনকে উৎসাহিত করার জন্য সবার প্রতি মাসুক উদ্দিনের পক্ষে আহ্বান জানান তার ভাই ও নির্বাচনী সমন্বয়ক আসাদ উদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর